-
03 October 2018 First Posting 2018 at Katwa A.R.T.O
কর্মজীবনের প্রথম পোস্টিং হলো জীবনের এক নতুন মোড়, যা একই সাথে উত্তেজনা এবং অনিশ্চয়তায় ভরপুর। যখন আমার প্রথম পোস্টিংয়ের খবর এলো, বুকের ভেতর এক অজানা আনন্দ আর চাপা ভয় কাজ করছিল। বহু দিনের স্বপ্ন বাস্তব হতে চলেছে, কিন্তু অচেনা পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারব তো? এই প্রশ্নটাই বারবার মনে আসছিল।
-
21 September 2021 Second Posting at Bankura HQ. R.T.O (2021-2024)
করোনা মহামারীর ঠিক পরেই , মানে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে আমার দ্বিতীয় পোস্টিং হলো বাঁকুড়া জেলার হেড অফিস আর.টি.ও তে। বাঁকুড়া জেলার মাননীয় জেলা শাসক এর প্রশাসনিক ভবনে অবস্থিত আমাদের পরিবহন দফতর। অনেক পুরোনো আমলের ভাঙাচোরা এক প্রাগৌতিহাসিক অফিস চত্ত্বর। মাচানতালা।

