-
14 March 2025 Bero Practice, Purulia
ছোট বড়ো টিলা-পাহাড়ময় এই এলাকাটি পুরুলিয়া জেলার রঘুনাথপুর ব্লকের অন্তর্গত । জয়চণ্ডী পাহাড় বা গড়পঞ্চকোটের মতন পরিচিতি নেই বেড়োর, অথচ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, ক্লাইম্বিংয়ের আদর্শ জায়গা এই বেড়ো পাহাড়। বেড়োর রূপ বর্ননা করার ক্ষমতা আমার নেই। প্রকাণ্ড এক জলাশয় ঘিরে রয়েছে বেড়ো, চণ্ডী আর ধোবা পাহাড়কে। আমরা আমাদের ক্লাইম্বিং ক্যাম্প করেছিলাম ঠিক এই পুকুরের পাশেই একটু অসমতল ভূমিতে।
-
24 March 2024 Bansa Pahar Rock Climb Practice Purulia, 2024
বানসা পাহাড় পুরুলিয়ার তুলিন অঞ্চলে অবস্থিত, খুব একটা নাম ডাক নেই এই অখ্যাত পাহাড়ের তবে বানসা পাহাড় (Bansa Pahar) পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ঝালদা এলাকার কাছে অবস্থিত একটি ছোট পাহাড়। এটি একটি আগ্নেয়গিরির অংশ, যা একটি মৃত জ্বালামুখ। অদ্ভুত সুন্দর এর প্রাকৃতিক বন-শোভা , এক কথায় দৃশ্য মনোমুগ্ধকর।
-
23 September 2025 Traverse Climbing
Traverse climbing, often simply called "traversing," involves moving horizontally across a rock face or climbing wall rather than vertically. This technique is a fundamental part of rock climbing, bouldering, and mountaineering.


