দেখতে দেখতে স্বয়ম্ভু সোনা তিন বছরে পা দিলো। আজ ১৪ ই সেপ্টেম্বর , ওর জন্মদিন। সকাল বেলা ঘুম থেকে উঠে স্রান সেরে মায়ের কাছে ছোট্টো সোনা নতুন জামা পরে তৈরী। আমরা সকলে মিলে পুজো দিতে গেলাম ঝাড়গ্রামের প্রাচীন কনকদুর্গা মন্দিরে। পুজো সেরে দুপুরে ফিরলাম ঝাড়গ্রামের বাসভবনে। দুপুরের পেট পুজোটাই জন্মদিনের আসল উৎসব। বিকেলে আমরা সবাই চন্দ্রকোনা রোডে স্বয়ম্ভু - র মামাবাড়ি পৌছালাম , মানে আমার শশুরবাড়ি আর কি। ...হেহেহেহেঃ।
সন্ধ্যায় বাড়ির সকলে , আত্বিয়স্বজন , বন্ধু বান্ধব, মিলে কেক কাটা ও সামান্য খাওয়া -দাওয়া। শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ স্বয়ম্ভু কে।
Write a comments